‘জাগো’ প্রকল্প | Jago Prokolpo
একের পর এক প্রকল্প নিয়ে এসে
রাজ্যের মানুষের সাহায্য করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার
মহিলাদের বিকাশের জন্যই ফের একটি প্রকল্প ‘জাগো’ JAGO PROKOLPO নিয়ে এলেন তিনি। আগের
গুলোর মত এটারও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার
উদ্দেশ্য নিয়েই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে
à
প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
à
এখান থেকে ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া
হবে। উল্লেখ্য, প্রায় দুই তিন আগে বিধানসভায় এই প্রকল্পের
কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কথা মতো কাজও শুরু
হল।
à
মহিলা সমিতি গুলির দাবি, এই ‘জাগো’ প্রকল্পে
উপকৃত হলেন রাজ্যের অন্তত ১ কোটি মহিলা।
পশ্চিমবঙ্গের সব শহর ও
গ্রামের সমস্ত স্বনির্ভর দলের ক্ষমতায়নের লক্ষে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর
গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের বিশেষ প্রকল্প জাগো এই প্রকল্পে নথিভুক্ত যোগ্য
সমস্ত স্বনির্ভর দলকে বার্ষিক পাঁচ হাজার টাকার বিশেষ সহায়তা দেওয়া হয়
যোগ্যতার মানদণ্ডগুলি হল -
1. একটি গোষ্ঠী নগদ ক্রেডিট সীমা বা মেয়াদী লোণ পেয়েছে বা
2. সমস্ত গ্রেড গ্রুপ বা
3. সমস্ত গ্রুপ নিম্নলিখিত শর্তাবলী মেলে
(i) এসএইচজি গঠনের এক বছর বা একাউন্ট খোলার 6 মাস আগে যেকোনো আগে
(ii) অ্যাকাউন্টে সর্বনিম্ন 5000 / - টাকা জমা দিতে হবে।
1. একটি গোষ্ঠী নগদ ক্রেডিট সীমা বা মেয়াদী লোণ পেয়েছে বা
2. সমস্ত গ্রেড গ্রুপ বা
3. সমস্ত গ্রুপ নিম্নলিখিত শর্তাবলী মেলে
(i) এসএইচজি গঠনের এক বছর বা একাউন্ট খোলার 6 মাস আগে যেকোনো আগে
(ii) অ্যাকাউন্টে সর্বনিম্ন 5000 / - টাকা জমা দিতে হবে।
গত ২৯ শে নভেম্বর বিকেল সাড়ে
৪টেয় সল্টলেক সেন্ট্রাল পার্কে নতুন এই প্রকল্পের সূচনা হয়। জানানো হয়, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য
কোনো আবেদন করতে হবে না। ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল করে অথবা JAAGO টাইপ করে মেসেজ পাঠালে অনুদানের অবস্থা জানা যাবে।
Official website- Click here
0 Comments