কিভাবে আপনি আপনার রেশন কার্ডের e-Kyc করবেন?
রেশন কার্ড e-Kyc করার সম্পূর্ণ পদ্ধতি
আপনাকে প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন। তারপর আপনাকে special services এর জায়গায় আসতে হবে নীচের দিকে স্কল করে। আসলে দেখতে পাবেন অপশন আছে- লিঙ্ক আধার উইথ রেশন কার্ড আপনাকে এই অপশন এ কিল্ক করতে হবে।
ক্লিক করলেই দেখতে পাবেন e-Kyc এর অপশন টি খুলে গেছে। তারপর আপনাকে আপনার রেশন কার্ড নাম্বার ও কেপচা কোড টি বসিয়ে দিয়ে সার্চ করতে হবে।
তাহলেই আপনি সামনে সেই নির্দিষ্ট রেশন কার্ডটির সম্পূর্ণ তথ্য দখতে পাবেন। আধার কার্ড বা ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা। এবং তার ঠিক নিচে আপনি আধার কার্ড নাম্বার বসানোর জায়গা দেখেতে পাবেন ও একটি চেক বক্স আপনাকে
সঠিক জায়গায় আধার নাম্বার বসিয়ে চেক বক্সে লিঙ্ক করে ওটিপি সেন্ট করতে হবে ( আধার কার্ডের সাথে যেই ফোন নাম্বর লিঙ্ক আছে ওটিপি সেই ফোন নাম্বারে যাবে) তারপর আপনাকে নির্দিষ্ট জায়গায় ওটিপিটি বসিয়ে দিতে হবে। দিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।
তাহলেই আপনি দখতে পাবেন সেই নির্দিষ্ট ব্যাক্তির আধারের সব
তথ্য। সব তথ্য যাচাই করে নিয়ে আপনাকে verify and submit অপশনটিতে কিল্ক করতে
হবে। তারপর মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে ফোন নাম্বার লিঙ্ক করার অপশনটি অটোমেটিক
খুলে যাবে। তখন আপনাকে ফোন নাম্বার বসিয়ে দিয়ে ওটিপিটি সেন্ট করতে হবে ও ওটিপিটি কে
নির্দিষ্ট স্থানে বসাতে হবে ও verify and submit অপশনটিতে কিল্ক করতে হবে। তাহলেই
আপনার কাজ শেষ আপনার রেশন কার্ড e-Kyc এর কাজ টি শেষ।
0 Comments