The west bengal power development corporation limited (WBPDCL) Recruitment 2022| পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভাগে নিয়োগ

 


দ্যা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (WBPDCL) নিয়োগ

দ্যা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তি জাড়ি টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে বলে জানিয়েছেন। মোট শূন্যপদ ৬০ টি। আবেদনের শেষ দিন ২৭/০৬/২২। আবেদন করতে হবে অনলাইনে, অফিসিয়াল ওয়েবসাইটে।

টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট ও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা পদে নিয়োগ হবে। যোগ্যতা যথাক্রমে ইঙ্গিনিয়ারিং ও ডিপ্লোমা। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইনট্রুমেন্ট্রাল/ ইলেকট্রিক্যাল পদে ডিগ্রি থাকতে হবে।

বয়সঃ ১৪ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট পদের ক্ষেত্রে ০১.০৬.২২ অনুযায়ী ২৫ বছর বয়স হলে আবেদন করতে পারবেন।

স্টাইপেন্ডঃ ট্রেনিং চলাকালীন ৯০০০ টাকা ও ৮০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন  

অফিসিয়াল ওয়েবসাইট –ক্লিক করুন



Post a Comment

0 Comments