পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প ২০২১ | Krishak Bandhu (Natun) scheme


পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প ২০২১

পশ্চিমবঙ্গ রাজ্যসরকার রাজ্যের কৃষক ও কৃষি মজুরদের জন্য বিশেষ উপহারের পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার অধিনে চাষাবাদের সঙ্গে যুক্ত মানুষরা সাহায্যের পাশাপাশি পরিবারের জন্য বীমা সুরক্ষাও পাবেন। কৃষক বন্ধু যোজনার পাশাপাশি আবেদনকারীরা আর্থিক সহযোগিতাও পাবেন যা তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথে চালনা করতে সাহায্য করবে।





কৃষক বন্ধু প্রকল্প কি?
কৃষিক্ষেত্রে উন্নতি করতে সবসময়ই উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করে তাঁদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এর মধ্যেই একটি প্রকল্প কৃষকবন্ধু। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় সুনিশ্চিত করছে রাজ্য সরকার। অনেকসময়ই চাষ করতে গিয়ে কৃষকদের হাতে টাকা থাকে না। ফসল চাষ করে বিক্রির জন্য অপেক্ষা করতে হয়। বিক্রি থেকে লাভ না হলে আর্থিক ক্ষতি হয় কৃষকদের। কৃষকবন্ধু প্রকল্পে সেই এই সব সমস্যারই সুরাহা হবে।

কৃষক বন্ধু প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে?
রবি ও খরিফ ফসল চাষে দু'দফায় ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে কৃষকদের - ৩ একরের কম জমি থাকলে ন্যূনতম ১ হাজার টাকা বা শতক পিছু ৫০ টাকা পাবেন কৃষকরা - ১ বিঘা জমির মালিক যে কৃষকরা, তাঁরা পাবেন ১৬৫০ টাকা - ১৮-৬০ বছর বয়সের কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে পরিবারকে দেওয়া হবে এককালীন ২ লক্ষ টাকা

আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে?
নীচের উল্লেখ করা ডকুমেন্ট গুলির জেরক্স কপি দেবেন ও প্রতিটি কপিতে নিজে সই (Self Attested) করে দেবেন।
১) জমির শংসা পত্র বা পর্চা (এক কপি)
২) আধার কার্ডের জেরক্স (এক কপি)
৩) ভোটার কার্ডের জেরক্স (এক কপি)
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর প্রথম পৃষ্ঠার জেরক্স (এক কপি)
৫) কালার পাসপোর্ট ফোটো (দুই কপি)

কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়?
গত ১ জানুয়ারি ২০১৯ থেকে এই প্রকল্প কার্যকর হয়েছে।

কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন- Click here

কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম- Click here


কৃষক বন্ধু প্রকল্পের ডিক্লারেশন ফর্ম- Click here

এই ফর্ম এর প্রথম পৃষ্ঠা নীচে দেওয়া হল



আবেদন পত্র ও ডকুমেন্ট কোথায় জমা করবেন?
ডকুমেন্ট সহযোগে ফর্মটি আপনার নিকটবর্তী এগ্রিকালচার অফিস বা কৃষি দপ্তরে জমা করবেন।
জমা করার কিছুদিন পরে আপনার পঞ্চায়েতে আপনার নাম আসবে ও সেখানে আপনার জমির পরিমান অনুযায়ী প্রথম কিস্তির টাকা চেকের মাধ্যমে দেওয়া হবে। তারপর নির্দিষ্ট সময়ে আপনি চেক সংগ্রহ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ জমা করে দেবেন।

কৃষক বন্ধু প্রকল্পের ডেথ বেনিফিট ফর্ম- Click here

কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট- https://krishakbandhu.net/

এই ফর্মটি কিভাবে ফিলাপ করতে হবে সেটি দেখার জন্য নীচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন ও সম্পূর্ণ ভিডিওটি দেখুন