নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন [ UO No – Group-1/2020-2021/0052, Dated – 22/09/2020 ] , ‘সনাতন ধর্মের ব্রাক্ষণরা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন। দীর্ঘদিন ধরে তাঁরা মন্দিরে মন্দিরে পুজো করেন। কিন্তু কোনওরকম সাহায্য তাঁরা পাননি। তাঁদের (পুরোহিতদের) মধ্যে একটি শ্রেণি আছে, যাঁরা খুব গরিব। সবাই তো আর ভালো পুজো, ভালো বিয়ে বা ভালো কাজ করার বায়না তো পান না। অনেকে আছেন, খুব গরিব। খুবই গরিব। গ্রামেগঞ্জে মাসে একটা পুজো পেলেন হয়তো। তাতে তাঁদের চলবে না। সেপ্টেম্বর ২০২০ থেকে দরিদ্র ব্রাহ্মণদের মাসিক ১০০০ টাকা ভাতা দেওয়া হবে, এর পাশাপাশি যে সমস্ত গরিব ব্রাহ্মণদের নিজস্ব বাড়ি নেই তাদেরকে বাড়ি তৈরি করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।
পুরোহিত ভাতা
পাওয়ার জন্য আবেদন পদ্ধতি –
Scheme
– state welfare scheme for Purohit’s [ পুরহিতের জন্য রাজ্য কল্যাণ প্রকল্প ]
1. খ্রিস্টান, জৈন, পার্সি ও বৌদ্ধ দের মত অন্যান্য সম্প্রদায়ের দরিদ্র ব্রাহ্মণদের প্রতিমাসে
1000 টাকা
পেনশন দেওয়া হবে।
2. গৃহহীন পুরোহিতের
জন্য আবাস যোজনা [ বাড়ি তৈরি করার জন্য ১
লক্ষ ২০ হাজার টাকা ]
আবেদনকারীর
যোগ্যতা / eligibility –
1. খ্রিস্টান, জৈন, পার্সি ও বৌদ্ধ দের মত অন্যান্য সম্প্রদায়ের দরিদ্র পুরোহিত আবেদনের
যোগ্য
2. আবেদনকারীকে
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
3. অন্য কোনো সরকারি
পেনশন স্কিমের সুবিধা পেলে আবেদন করা যাবে না
4. যে সমস্ত পুরোহিতদের
নিজস্ব জমি জায়গা নেই তারা আবাস যোজনা সুবিধা পাবেন
আবেদন পদ্ধতি
/ Application Procedure –
নির্দিষ্ট ফরমেটে [annexure-A] ফিলাপ করে
আবেদন করতে হবে।
আবেদনপত্র অনলাইনে ডাউনলোড করা যাবে এবং সেটিকে প্রিন্ট আউট করে নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে। এছাড়াও আপনার কাছাকাছি বিডিও অফিস, এসডিও অফিস, এবং কেএমসি অফিস থেকে আবেদনপত্র বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন
আবেদনপত্র
ডাউনলোড করুন Click Here
আবেদনপত্র
জমা দেওয়ার স্থান –
1. গ্রাম অঞ্চলের
বাসিন্দাদের ক্ষেত্রে বিডিও [B.D.O office] অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।
2. শহর অঞ্চলের
বাসিন্দাদের ক্ষেত্রে এসডিও অফিস [ S.D.O office ]অথবা মিউনিসিপালিটি অফিসে জমা দেওয়া যাবে।
3. কলকাতার বাসিন্দাদের
ক্ষেত্রে কেএমসি [K.M.C office ] অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্রের
সাথে কি কি নথি জমা দিতে হবে –
1. পাসপোর্ট ফটোগ্রাফ /
Passport Photograph
2. ডিজিটাল রেশন
কার্ডের জেরক্স / Copy
of Digital Ration Card
3. আধার কার্ডের
জেরক্স/ Copy
of Aadhaar Card, if available
4. ভোটার আইডির জেরক্স
/ Copy of Voter Id
5. আবাসিক শংসাপত্রে
(স্ব-ঘোষণা) / Copy
of Residential Certificate (Self Declaration)
6. ব্যাংক পাস বইয়ের
জেরক্স / Copy
of Bank Pass Book
7. খতিয়ান (পর্চা) /
দলিলের জেরক্স / Copy
of Khatian (ROR)/ Deed
আবেদন পত্র ইংরেজি বড় হরফে ফিলাপ করতে হবে। যে সমস্ত ঘর গুলো *স্টারমার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত ঘর গুলো অবশ্যই আপনাকে ফিলাপ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র জমা দিলে আবেদন বাতিল হবে।
আবেদনপত্র জমা দেওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন এবং নির্বাচিত প্রার্থীকে তার অ্যাকাউন্ট-এ সরাসরি পেনশনের টাকা এবং আবাস যোজনা টাকা প্রদান করা হবে।
আবেদন পত্র কিভাবে ফিলাপ করবেন তার সম্পূর্ণ
ভিডিও নিচে দেওয়া হল
0 Comments