নির্মাণ কর্মী অথাৎ নির্মাণ শ্রমিক রাই
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাই এই নির্মাণ শ্রমিক দের
কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার নানারকম সুযোগ সুবিধে দিয়ে থাকে।
পশ্চিমবঙ্গ সরকার নির্মাণকর্মী দের জন্য একটি প্রকল্প তৈরি করেছে – যেটি হলো
নির্মাণ শ্রমিক প্রকল্প –
( nirman kormi scheme ) । এই যোজনা টি শ্রমিকদের মধ্যে লেবার কার্ড হিসেবেও পরিচিত।এই প্রকল্পে সুযোগ
সুবিধে গুলির মধ্যে মাসিক পেনশন , দুর্ঘটনাজিনিত ভাতা ছাড়াও থাকছে সামাজিক সুরক্ষা যোজনা য় নাম তোলার সুবিধে।
সামাজিকসুরক্ষা প্রকল্প নির্মাণকর্মী কারা ?
যে সব শ্রমিকেরা –
ভবন , সড়কপথ , রেল , ট্রামলাইন , বিমানবন্দর , সেচ
নিকাশি , বন্যা নিয়ন্ত্রণ , বিজলি ও
জল সরবরাহ ব্যবস্থা , টেলিভিশন এবং টেলিফোনের টাওয়ার
নির্মাণ ও তার লাগানো , জলাশয় ,
জলাধার , সুড়ঙ্গ বানানো, পাইপলাইন , তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজে
নির্মাণ , মেরামতি , রক্ষণাবেক্ষণ ,
এমনকি ভাঙার কাজ করছেন তারা নির্মাণ । কর্মী হিসাবে গণ্য হবেন ও এই
প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন । শ্রম দপ্তর , পশ্চিমবঙ্গ
সরকারের ৮০৩ আই . আর . তারিখ ১৬ আগষ্ট , ২০১৩ বিজ্ঞপ্তি
অনুযায়ী ইট / টালি প্রস্তুতকরণ এবং পাথর খাদানে ও পাথর ভাঙার কাজে নিযুক্ত শ্রমিকেরাও
নির্মাণকর্মী হিসাবে গণ্য হয়েছেন । এই সমস্ত শ্রমিক নির্মাণ শ্রমিক প্রকল্প (nirman
kormi scheme ) এ নাম তোলাতে পারবেন।
নির্মাণকর্মী
প্রকল্পে নথিভুক্তিকরণের শর্তাবলী
·
নির্মাণকর্মীর বয়স ১৮ – ৬০ বছরের মধ্যে হতে হবে ।
·
বিগত এক বছরে নির্মাণকর্মীকে ন্যূনতম ৯০ দিন কাজ করতে
হবে।
·
উপরোক্ত নির্মাণ কাজ গুলির মধ্যে নিয়োজিত থাকতে হবে ।
নির্মাণকর্মী প্রকল্পে কীভাবে আবেদন
করবেন ?
কলকাতা ছাড়া অন্যান্য জেলার ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে । এই আবেদন পদ্ধতি পুস্তিকার ২৫ – ২৬ নম্বর
পাতায় বর্ণিত হয়েছে । কলকাতার জন্য – পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের২৭ নং ও ৩১ নং ফর্মে আবেদন করতে হবে ।
নির্মাণকর্মী (লেবার) কার্ড আবেদনের
জন্য ২৭ নং ফর্ম কিভাবে ফিলাপ করবেন তা নীচের ভিডিওতে সম্পূর্ণ হাতে লিখে দেখানো
হল
ফর্মের
সঙ্গে কি কি ডকুমেন্ট জমা
দিতে হবে?
·
চার কপি পাসপোর্ট মাপের ছবি ।
·
বয়সের প্রমাণপত্র হিসাবে কোন শংসাপত্র অথবা ভোটার পরিচয়পত্র / রেশন
কার্ড – এর Attested Xerox Copy
·
স্থানীয় প্রশাসন অথবা নিয়োগকর্তা কাছ থেকে কর্মের
প্রমাণপত্র হিসেবে শংসাপত্র।
·
নমিনির পরিচয় পত্রের প্রমাণপত্র।
·
২০ / – টাকা রেজিস্ট্রেশন ফি
কোথায়
ও কীভাবে আবেদনপত্র / টাকা জমা দেবেন ?
·
শুধুমাত্র কলকাতার জন্য নির্মাণ শ্রমিক নিজে কলকাতা
অফিসে ( শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্রে / উপশ্রম কমিশনারের অফিসে ) এসে অথবা
সংগ্রহকারী এজেন্টের মাধ্যমে আবেদনপত্র / টাকা জমা দেবেন ।
এই
প্রকল্পে নথিভুক্ত নির্মাণকর্মী কী কী সুযোগ সুবিধা পাবেন ?
·
পেনশন : ন্যূনতম ৫ বছর একটানা সদস্য থাকলে ৬০ বছর
বয়সের পর প্রতি মাসে ন্যূনতম ৭৫০ টাকা হারে ২০ এবং পেনশন ভোগীর মৃত্যুতে ৫০ %
হারে পারিবারিক পেনশন ।
·
দুর্ঘটনাজনিত স্থায়ী প্রতিবন্ধকতার কারণে পেনশন :
মাসে ৭৫০ টাকা হারে । পেনশনভােগীর মৃত্যুতে তার স্ত্রী / স্বামীর জন্য মাসে ৩৭৫
টাকা হারে ।
কিভাবে নির্মাণকর্মী অনলাইন আবেদন করবেন দেখে নিন
1 Comments
sir 27 no form link দিলে ভালো হত
ReplyDelete