অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রকল্পের
আওতায় আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। পাঁচটি
প্রকল্পকে এক ছাতার তলায় এনে ২০১৭ সালের এপ্রিল মাসে একটি প্রকল্প তৈরি করা হয়৷ যার নাম দেওয়া হয়েছিল সামাজিক
সুরক্ষা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সাত বছরে এই প্রকল্পের
জন্য ১১৩ কোটি টাকা বরাদ্দ করেছে৷ "এই প্রকল্পের ফলে অসংগঠিত ক্ষেত্রে
কর্মীরা বাৎসরিক ২০,০০০ টাকা করে সুবিধা পাবেন। এছাড়া, হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত সমস্যার জন্য এই অর্থ ৬০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। এছাড়া, কোনও কর্মীর বয়স ৬০ পেরোলে, তিনি প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও পাবেন",
প্রিয় দর্শক বন্ধুরা
আগের সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল সাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে, তার পরিবর্তে রাজ্য
সরকার নতুন একটি সাইট তৈরি করেছে ও আগের সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্পের নাম পরিবর্তন
করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রাখা হয়েছে।
যোজনার সুযোগ সুবিধা
আগের মতই পাওয়া যাবে, কিন্তু যারা আগে আবেদন করেছিলেন, কোনো ভাবে আবেদন বাতিল হয়ে গেছে
তাদের আবার নতুন পোর্টালে নতুন করে রেজিস্ট্রেশান করে আবেদন জানাতে হবে।
আবেদন করতে গেলে
যে যে ডকুমেন্ট গুলি লাগবে-
১) আধার / ভোটার কার্ড
২) নিজের ব্যাঙ্কের বই
৩) নমিনির ব্যাঙ্কের বই
৪) নিজের রঙ্গিন পাসপোর্ট ছবি
৫) নিজের সই
সবশেষে ফর্ম-১ ডাউনলোড করতে হবে
কিভাবে অনলাইনে আবেদন
করবেন, তার ভিডিও নিচে দিয়ে দেওয়া হল