Mera Ration অ্যাপ

 

রেশন তোলা হল আরো সহজ, এল ‘Mera Ration’ অ্যাপ

দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর এই ভোটের আবহেই নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক রেশন কার্ড সুবিধাভোগীদের জন্য '‌মেরা রেশন অ্যাপ’‌–এর সূচনা করল। এক দেশ এক রেশন কার্ড পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ নাগরিক কেন্দ্রীক সংস্কার।

ভারত সরকারের পক্ষ থেকে 'এক জাতি এক রেশন কার্ড' প্রকল্পে মেরা রেশন মোবাইল অ্যাপ-এর সূচনা করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন বিভাগের সচিব শ্রী সুধাংশু পান্ডে নতুন দিল্লিতে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

প্রাথমিকভাবে চারটি রাজ্যে ২০১৯-এর আগস্টে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর খুব স্বল্প সময়ের মধ্যে ৩২টি রাজ্যে ২০২০-র ডিসেম্বরের মধ্যে করা হয়। বাকি চারটি রাজ্য আসাম, ছত্রিশগড়, দিল্লি এবং পশ্চিমবঙ্গে আশা করা যায় যে, আগামী কয়েক মাসের মধ্যে তা শুরু করা যাবে। বর্তমানে এই প্রকল্পের আওতায় ৬৯ কোটি রেশন গ্রাহককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক জাতি এক রেশন কার্ড জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছে। যেখানে রেশন গ্রাহকরা বিশেষ করে পরিযায়ী গ্রাহকরা দেশের সর্বত্র ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে খাদ্য শস্য সংগ্রহ করতে পারবেন।

এই অ্যাপটি ইংলিশ এবং হিন্দিতে উপলব্ধ হবে। আগামী দিন ও মাসগুলিতে এই অ্যাপে আরও নতুন নতুন ক্রিয়াকলাপ যুক্ত করা হবে। খুব শীঘ্রই এই অ্যাপটি ১৪টি ভাষায় উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।

এই অ্যাপে কি কি সুবিধা পাবেন দেখে নিনঃ

(১) কাছাকাছি ন্যায্য মূল্যের দোকান লোকেট করবে।

(২) দোকানে উপলব্ধ খাদ্যশস্যের সম্পর্কে জানাবে এই অ্যাপ

(৩) সাম্প্রতিক অর্থ লেনদেন সম্পর্কে জানা যাবে

(৪) আধার থেকে সিডিং এর স্থিতি দেখতে পারেন

(৫) এই অ্যাপের মাধ্যমে পরিযায়ীরা তাঁদের তথ্য নথিভুক্ত করতে পারবে।

(৬) ফিডব্যাক ও উপদেশের বিকল্প রাখা হয়েছে এই অ্যাপে

 

তবে এই অ্যাপের ফলে এখন রেশন পাওয়া আরও সহজতর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এক দেশ এক রেশনের আওতায় ২৩.‌২৬ কোটি মানুষ সুবিধা পেয়েছে।



Post a Comment

0 Comments