‘এক দেশ এক রেশন কার্ড’


এক দেশ এক রেশন কার্ড’

কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গনবন্টন মন্ত্রী শ্রী রামবিলাস পাসোয়ান উত্তর প্রদেশ, বিহার, পাঞ্জাব, হিমাচল প্রদেশ আর
  দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ – এই ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এক দেশ এক রেশন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত  করার প্রস্তাবটি অনুমোদন করেছেন। এর আগে অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা ঝাড়খন্ড, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গনা, ও ত্রিপুরা এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছিল।  


এর ফলে জাতীয় ও আন্তঃরাজ্য পোর্টাবিলিটির আওতায় ৬০ কোটি মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সাহায্যে দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের যে কোন জায়গা থেকে রেশন তুলতে পারবেন।


গনবন্টন দপ্তর এই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। এর ফলে আজ থেকেই এই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারা ওই ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোন একটির রেশন দোকান থেকে রেশন পাবেন। ‘এক দেশ এক রেশন ব্যবস্থা’-র মধ্যে আরো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করার উদ্যোগ মন্ত্রক চালিয়ে যাচ্ছে। যেসব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল এই ব্যবস্থায় ঢুকতে প্রস্তুত, তাদের এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সত্ত্বর আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসআপ গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান

Whatsapp Group- AET Support Team 1- 👉

Whatsapp Group- AET Support Team 2- 👉

Whatsapp Group- AET Support Team 3- 👉

Whatsapp Group- AET Support Team 4- 👉

Whatsapp Group- AET Support Team 5- 👉

এই বিষয়টি যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন ও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন