SMVCM: SWAMI VIVEKANANDA MERIT-CUM-MEANS SCHOLARSHIP SCHEME LATEST UPDATE | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আপডেট


SMVCM: SWAMI VIVEKANANDA MERIT-CUM-MEANS SCHOLARSHIP SCHEME LATEST UPDATE | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আপডেটঃ

যারা ইতিমধ্যে নতুন আবেদন করেছেন বা রিনুয়াল করেছেন এই স্কলারশিপ, তাদের জন্য এই আপডেটটি।

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি পশ্চিমবঙ্গের বাইরের কোন  ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয় তবে আপনাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপডেট করতে হবে যত তারাতারি সম্ভব।  আপনাকে এমন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিতে হবে যেটা আমাদের রাজ্যের কোন বাঙ্কের। নয়ত আপনি কোন টাকা পাবেন না এই স্কলারশিপের।

 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। মাধ্যমিক শিক্ষাস্তর থেকে শুরু করে উচ্চ শিক্ষাস্তর পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ বা রাজ্যের বাইরে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলেই পাওয়া যায় এই স্কলারশিপ। বার্ষিক ১২০০০ টাকা থেকে শুরু করে ৬০০০০ টাকা পর্যন্ত একজন শিক্ষার্থী পেতে পারে।

আবেদনের জন্য যোগ্যতাঃ

  1. ·       শিক্ষার্থীকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০%এর উপরে নাম্বার পেতে হবে। তবে যার কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা ৪৫% নাম্বার পেলে আবেদন যোগ্য বলে গণ্য হবে। এবং যারা স্নাতক স্তরের পরে আবেদন করতে চাইছেন তাদের ৫৩% নাম্বার নুন্যতম প্রয়োজন।
  2. ·       শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  3. ·       শিক্ষার্থীর পারিবারিক আয় বছরে ২৫০০০০ টাকার কম হতে হবে।

নতুন আবেদনের জন্য কি কি ডকুমেন্টস না নথি প্রয়োজনঃ

  • ·       মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
  • ·       শেষ যে পরীক্ষায় পাশ করেছেন তার রেজাল্ট
  • ·       নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নথি
  • ·       ইনকাম বা পারিবারিক আয়ের প্রমান পত্র
  • ·       বাঙ্কের পাসবুক
  • ·       স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র

আপডেট করুন আপনার আবেদনটিঃ  ক্লিক করুন


অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Post a Comment

0 Comments