Head Quarter Bengal Sub Area Recruitment 2022 | Indian army latest recruitment 2022 | QR Eastern command fort william recruitment 2022

 



সদর দপ্তর বেঙ্গল সাব এরিয়া নিয়োগ 2022

ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাল্টি টাস্কিং পদে নিয়োগের কথা জানিয়েছেন। মাল্টি টাস্কিং পদে নিয়োগ হবে, হেড কোয়াটার বেঙ্গল সাব এরিয়া, কলকাতায়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে  অফিসিয়াল ওয়েবসাইটে ১১/১১/২২ তারিখে। বিজ্ঞপ্তিটি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে । অর্থাৎ আবেদনের শেষ দিন ২/১২/২২ তারিখ। এটি কেন্দ্রীয় সরকারের অধীনে একটি স্থায়ী চাকরি।

আবেদন যোগ্যতাঃ মাধ্যমিক পাস করা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই এই পদের জন্য যোগ্য। তবে নির্দিষ্ট ট্রেডে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বয়সঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে ST/SC/OBC রা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

মোট শূন্যপদঃ ৯ টি

বেতনঃ পে লেভেল ১ অনুযায়ী অর্থাৎ প্রায় ২৬০০০ টাকা।

আবেদন পদ্ধতিঃ অফলাইনে আবেদন করতে হবে। কোন আবেদন ফি লাগবেনা।

আরও বিস্তারিত জানতে ও অফিসিয়াল নোটিশ এবং আবেদন পত্রটি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন



Post a Comment

0 Comments