ইন্ডিয়ান
অয়েল কর্পোরেশন লিমিটেডে নিয়োগ
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ
থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেড শিক্ষানবিশ বা ট্রেড এ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান
এ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কথা জানিয়েছেন। আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ দিন ২৩/১০/২২ তারিখ। মোট শূন্য পদ ১৫৩৫ টি। বিস্তারিত
জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।
শূন্য পদঃ
ট্রেড এ্যাপ্রেন্টিস - ৭৬৮ টি
টেকনিশিয়ান এ্যাপ্রেন্টিস -৭৬৭ টি
কাজের স্থানঃ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে
যোগ্যতাঃ বিভিন্ন পদের জন্য বিভিন্ন। মাধ্যমিক
পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, আই টি আই পাশ ও ডিগ্রি কোর্স ।
বয়সঃ ১৮ থেকে ২৪ বছর। স্বরক্ষিতরা সরকারি
নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
আবেদন ফিঃ ১০০ টাকা। তবে এস সি, এস টি দের কোন টাকা
লাগবে না
সিলেকশন পদ্ধতিঃ
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন
করুনঃ ক্লিক করুন
0 Comments