Wb Municipality Recruitment 2022| রাজ্যের পৌরসভায় চাকরির বিজ্ঞপ্তি ২০২০

 


রাজ্যের পৌরসভায় চাকরির বিজ্ঞপ্তি

কোলকাতা পৌরসভার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মোট শূন্যপদ ২৮৫ টি।

যোগ্যতাঃ ANM/ GNM পাশ হতে হবে।

          শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে।

বয়সঃ ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতনঃ ১৩০০০ টাকা।

আবেদন পদ্ধতিঃ আবেদন করতে হবে অফলাইনে, অফিসিয়াল নোটিশে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে ফীলাপ করে নিম্নলিখিত ঠিকানার ড্রপ বক্সে জমা করতে হবে। ০৮/০৮/২২ তারিখ থেকে ২০/০৮/২২ তারিখের মধ্যে। পোস্ট বা কুরিয়ারে আবেদন পাঠালে তা গ্রহন যোগ্য হবে না।

অফিসিয়াল নোটিশ – ক্লিক করুণ


অফিসিয়াল ওয়েবসাইট – ক্লিক করুণ 



Post a Comment

0 Comments