আশাকর্মী নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ হাওড়া, দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি
প্রকাশ করে বিভিন্ন এলাকায় আশাকর্মী
পদে নিয়োগের কথা জানানো হয়েছে। আবেদন করতে হবে অফলাইনে। আবেদন পত্র গ্রহণের কাজ শুরু
হয়েছে ৩০/০৮/২২ তারিখ থেকে। আবেদন আবেদন পত্র জমা নেওয়া শেষ হবে ১৪/০৯/২২ তারিখ। মোট
শূন্যপদ ১৯১ টি
আশাকর্মী পদের যোগ্যতাঃ
·
শুধু মহিলা আবেদন করতে পারবে।
·
অবশ্যই বিবাহিত/বিধবা/ডিভর্সি হতে
হবে।
·
মাধ্যমিক অথবা তার সমতুল্য পাশ হতে
হবে।
·
যেই এলাকাই আবেদন করবেন সেখানের স্থায়ী
বাসিন্দা হতে হবে।
·
বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
তবে এস সি / এস টি হলে বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হলে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিজে হাতে
নীল বা কালো কালির পেন দিয়ে ফিলআপ করে পোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে নির্দিষ্ট অফিসে
রবিবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদে মধ্যে জমা করতে হবে।
প্রয়োজনীয়
নথিঃ
§
জন্ম প্রমাণপত্র
§
ভোটার কার্ড ও রেশন কার্ড; ঠিকানার
প্রমাণপত্র হিসেবে।
§
মাধ্যমিকের রেজাল্ট
§
ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/
ডিভোর্সের সার্টিফিকেট
§
এস সি / এস টি সার্টিফিকেট
§ পাসপোর্ট সাইজ রঙিন ফটো ২ টি
অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন
0 Comments