গুগলে
ইন্টার্নশিপ করার দারুন সুযোগ। জেনে নিন সম্পূর্ণ
আবেদন পদ্ধতি
কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীর জন্য
গুগলে ইন্টার্নশিপের দারুন সুযোগ। গুগল ব্যাঙ্গালোর ও হায়দরাবাদে এই ইন্টার্নশিপ
প্রোগ্রাম শুরু করেছে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি দুটি ভাগে হবে। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং
ইন্টার্ন, উইন্টার ২০২৩ যা শুরু হবে ২০২৩ এর জানুয়ারিতে এবং সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন, সামার
২০২৩ যা শুরু হবে মে-জুন ২০২৩-এ। প্রোগ্রামটি চলাকালীন সব শিক্ষানবীশ, বৃত্তি বা স্টাইফেন
পাবেন।
গুগল উইন্টার ইন্টার্নশিপ ২০২৩
গুগাল শীতকালীন ইন্টার্নশিপ প্রোগ্রামে
কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক, স্নাতকোত্তর বা ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের
শেষ বছরের শিক্ষার্থীরা শিক্ষানবীশ পদের জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য কম্পিউটার
বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করছেন ও যাদের কোর্স ২০২৩ সালে শেষ হবে, সেই শিক্ষার্থীরাও
আবেদন করতে পারবেন। পোস্ট-সেকেন্ডারি
বা সফ্টওয়্যার ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট প্রযুক্তিগত ক্ষেত্রে প্রশিক্ষণরত শিক্ষার্থীরা
এই ইন্টার্নশিপের জন্য যোগ্য। C,
C++, Java, JavaScript, Python এর মধ্যে কমপক্ষে একটিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কোডিং-এর
অভিজ্ঞতা প্রার্থীর থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে
আবেদন করতে হবে।
আবেদনের নথিঃ আপনার সিভি ও কলেজ থেকে প্রাপ্ত
অফিশিয়াল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট। এই দুটি আপনাকে আপলোড করতে হবে। উল্লেখ্য ইংরাজিতে
তৈরি ট্রান্সক্রিপ্ট আপনাকে আপলোড করতে হবে।
গুগল উইন্টার ইন্টার্নশিপ প্রোগ্রামের স্থানঃ ব্যাঙ্গালোর ও হায়দরাবাদ
গুগল উইন্টার ইন্টার্নশিপ প্রোগ্রামের সময়কালঃ ২২ সপ্তাহ থেকে ২৪ সপ্তাহ
আবেদনের অফিসিয়াল লিংক – ক্লিক করুণ
গুগল সামার ইন্টার্নশিপ ২০২৩
এটি মে অথবা জুন মাসে শুরু হবে।
কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি,
স্নাতকোত্তর ডিগ্রি বা উভয় ডিগ্রি আছে এমন শিক্ষার্থীরা, যাদের কোর্স ২০২৪ সালের মার্চে
শেষ হবে, তাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরাও
গুগল সামার ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারেন। C, C++, Java, JavaScript,
Python এর মধ্যে কমপক্ষে একটিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কোডিং-এর অভিজ্ঞতা প্রার্থীর
থাকতে হবে। আপনার ইংরাজিতে লেখা ও বলার পারদর্শিতা থাকতে হবে।
গুগল সামার ইন্টার্নশিপ প্রোগ্রামের স্থানঃ ব্যাঙ্গালোর ও হায়দরাবাদ
গুগল সামার ইন্টার্নশিপ প্রোগ্রামের সময়কালঃ ১০ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ
আবেদন পদ্ধতিঃ আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে
আবেদন করতে হবে।
আবেদনের নথিঃ আপনার সিভি ও কলেজ থেকে প্রাপ্ত অফিশিয়াল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট। এই দুটি আপনাকে আপলোড করতে হবে। উল্লেখ্য ইংরাজিতে তৈরি ট্রান্সক্রিপ্ট আপনাকে আপলোড করতে হবে।
আবেদনের অফিসিয়াল লিংক – ক্লিক করুণ
0 Comments