AWES আর্মি পাবলিক স্কুলে শিক্ষক/ শিক্ষিকা পদে নিয়োগ
AWES বা আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি এর তরফে বিজ্ঞপ্তি
প্রকাশ করে শিক্ষক/ শিক্ষিকা পদে নিয়োগের কথা জানানো হয়েছে। AWES নিয়োগ বিজ্ঞপ্তি
অনুসারে, এই শূন্যপদগুলি স্নাতকোত্তর শিক্ষক(PGT), প্রশিক্ষিত স্নাতক শিক্ষক(TGT) এবং
প্রাথমিক শিক্ষক(PRT) পদের জন্য বরাদ্দ করা হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন
রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
§ অনলাইন রেজিস্ট্রেশন শুরুঃ ২৫/০৮/২২ তারিখ
§ অনলাইন রেজিস্ট্রেশন শেষঃ ০৫/১০/২২
তারিখ
§ অনলাইন এডমিট কার্ড পাওয়া যাবেঃ ২০/১০/২২
তারিখ
§ পরীক্ষার দিনঃ ৫/১১/২২
ও ০৬/১১/২২ তারিখ
পরীক্ষার ফল প্রকাশ হবেঃ ২০/১১/২২ তারিখ
কাজের স্থানঃ
সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে নিয়োগ হবে আর্মি স্কুলগুলিতে
শূন্যপদঃ
প্রতিটি স্কুল ম্যানেজমেন্ট সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলের
শূন্যপদ গুলির সঠিক সংখ্যা জানাবেন।
শিক্ষাগত
যোগ্যতাঃ
§
PGT: B. Ed এবং
PG ডিগ্রি।
§
TGT: বি এড এবং স্নাতক
ডিগ্রি
§ PRT: B. Ed বা প্রাথমিক
শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা।
বয়স সীমা
নতুন প্রার্থী: 40 বছরের নিচে।
অভিজ্ঞ প্রার্থী: 57 বছরের নিচে।
শিক্ষক নির্বাচন প্রক্রিয়াঃ অনলাইন স্ক্রিনিং পরীক্ষা, সাক্ষাত্কার, শিক্ষণ দক্ষতার মূল্যায়ন এবং কম্পিউটার দক্ষতার উপর ভিত্তি করে করা হবে।
অনলাইন স্ক্রীনিং পরীক্ষায় অংশগ্রহণের জন্য CTET/TET বাধ্যতামূলক
নয়। তবে কেন্দ্র/রাজ্য সরকার দ্বারা পরিচালিত CTET/TET নিয়মিত এবং নির্দিষ্ট মেয়াদের
বিভাগে TGTs/PRTs হিসাবে নিয়োগের সময় বাধ্যতামূলক। তাই, প্রার্থীদের অবশ্যই
TGTs/PRTs হিসাবে তাদের নিয়োগের আগে CTET/TET ক্লিয়ার করতে হবে
।
অফিসিয়াল
নোটিশঃ ক্লিক করুন
আবেদন করুনঃ ক্লিক করুন
0 Comments