NVS Recruitment 2022 | Teacher & Librarian Recruitment 2022| নবোদয় বিদ্যালয় সমিতিতে শিক্ষক / শিক্ষিকা ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ

 

নবোদয় বিদ্যালয় সমিতিতে শিক্ষক / শিক্ষিকা ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ

নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রিন্সিপ্যাল(Principal), পোস্ট গ্র্যাজুয়েট টিচার(Post Graduate Teacher), ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার(Trained Graduate Teacher) , টি জি টি(TGT), মিসলেনিয়াস টিচার (Miscellaneous Teacher), আর্ট টিচার(Art Teacher), PET Male, PET Female ও লাইব্রেরিয়ান (Librarian) পদে নিয়োগ হবে। আবেদন শুরে হয়েছে ০২/০৭/২২ তারিখ থেকে। চলবে ২২/০৭/২২ তারিখ পর্যন্ত। মোট শূন্যপদ ১৬১৬ টি। কাজের স্থান সম্পূর্ণ ভারতবর্ষ।


পদ

 শূন্যস্থান

Principal

12

Post Graduate Teacher

397

Trained Graduate Teacher

683

TGT (Third Language)

343

Miscellaneous Teacher

33

Art Teacher

43

PET Male

21

PET Female

31

Librarian

53

মোট

1616


যোগ্যতাঃ গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, বিএড এছাড়া পদ ভিত্তিক কিছু বিশেষ যোগ্যতা কাম্য। বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন।

বয়সঃ ৩৫ অথবা ৪০ এর মধ্যে হতে হবে, পদের ভিত্তিতে

আবেদন ফিঃ

Principal

2000 টাকা

PGTs

1800 টাকা

TGTs & Miscellaneous Teachers

1500 টাকা


অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুণ

অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুণ



Post a Comment

0 Comments