রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ
নর্থ সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য
আবেদন প্রক্রিয়া গ্রহনের কাজ শুরু হয়েছে। মোট শূন্যপদ 1659 টি। কার্পেন্টার, ইলেকট্রনিক,
ফিটার, মেকানিক, ওয়েল্ডার, স্টেনোগ্রাফার, ড্রাফস্ম্যান ইত্যাদি পদে নিয়োগ হবে। অফিসিয়াল
ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 02/07/22 তারিখ থেকে। আবেদনে করার শেষ দিন 01/08/22 তারিখ।
যোগ্যতাঃ 50% নাম্বার
নিয়ে মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক পাশ ও NCVT/SCVT বোর্ড থেকে ITI পাশ সার্টিফিকেট থাকতে
হবে।
বয়সঃ 15 থেকে
24 বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST দের 5 বছরের, OBC দের 3 বছরের, ও Ex-serviceman
and PWD দের জন্যে 10 বছরের ছাড় আছে সরকারি নিয়ম অনুসারে।
আবেদন ফিঃ আবেদন ফি 100 টাকা। তবে SC/ ST/
PWD/ মহিলা দের কোন টাকা লাগবে না।
অফিসিয়াল নোটিশঃ ক্লিককরুন
আবেদন করুণঃ ক্লিককরুণ
0 Comments