Latest ASHA Karmee & Block Programme Coordinator Recruitment 2022 | আশাকর্মী ও ব্লক ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি 2022।

 
আশাকর্মী ও  ব্লক ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর পদে  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

বারাসাত ও বসিরহাট মহকুমা শাসকের তরফ থেকে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন এলাকায় আশাকর্মী ও ব্লক ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর পদে  নিয়োগের কথা জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫/০৭/২২। আবেদন করতে হবে অফলাইনে। আবেদন শেষ হবে ২৬/০৭/২২ তারিখ। মোট শূন্যপদ ২০০ টি

ব্লক ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর পদের যোগ্যতাঃ

সোশ্যাল সাইন্স/সোশিয়লজি/সোশ্যাল অ্যানথ্রপলজি/ ইকোনোমিকস/ মাস কমিউনিকেশন/রুরাল ডেভেলপমেন্ট/ সোশ্যাল ওয়ার্ক এ মাস্টার ডিগ্রি থাকতে হবে। এছাড়া এম.বি.এ থাকলে আবেদন করতে পারবেন

অথবা

গ্র্যাজুয়েট হতে হবে যেকোনো বিষয়ে সাথে কোন স্বাস্থ্য প্রকল্পে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে এস সি / এস টি হলে ৫ বছরের বয়সের ছাড় মিলবে ও ওবিসি দের ৩ বছরের।

বেতনঃ ১৫০০০ টাকা

আশাকর্মী পদের যোগ্যতাঃ 

·       শুধু মহিলা আবেদন করতে পারবে।

·       অবশ্যই বিবাহিত/বিধবা/ডিভর্সি হতে হবে।

·       মাধ্যমিক অথবা তার সমতুল্য পাশ হতে হবে।

·       যেই এলাকাই আবেদন করবেন সেখানের স্থায়ী বাসিন্দা হতে হবে।

·       বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে এস সি / এস টি হলে বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হলে হবে।

আবেদন প্রক্রিয়াঃ

অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিজে হাতে নীল বা কালো কালির পেন দিয়ে ফিলআপ করে পোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে নির্দিষ্ট অফিসে রবিবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদে বেলা ১১ থেকে ৩ টের মধ্যে জমা করতে হবে।

প্রয়োজনীয় নথিঃ

  • §  জন্ম প্রমাণপত্র
  • §  ভোটার কার্ড ও রেশন কার্ড; ঠিকানার প্রমাণপত্র হিসেবে।
  • §  মাধ্যমিকের রেজাল্ট
  • §  ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ ডিভোর্সের সার্টিফিকেট
  •    এস সি / এস টি সার্টিফিকেট
  •   পাসপোর্ট সাইজ রঙিন ফটো ২ টি 
অফিসিয়াল নোটিশ ১-  ক্লিক করুন

অফিসিয়াল নোটিশ ২-  ক্লিক করুন

অফিসিয়াল নোটিশ ৩-  ক্লিক করুন  

অফিসিয়াল নোটিশ ৪-  ক্লিক করুন 

অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন 




Post a Comment

0 Comments