GRSE Recruitment 2022। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে নিয়োগ।

 

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে নিয়োগ

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বিজ্ঞপ্তি জারি করে, সুপারভাইজার, ইঞ্জিন টেকনিশিয়ান এবং ডিজাইন সহকারী পদের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করার কথা  জানিয়েছে।  যারা কেন্দ্রীয় সরকাররের চাকরির সন্ধান করেন, তারা সুযোগটি ব্যবহার করতে পারেন। উল্লিখিত পদগুলির জন্য মোট 58টি শূন্যপদ আছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আজি আবেদন করতে পারেন। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 28.07.2022।

শূন্যপদেরপদের নাম

 

শূন্যপদের সংখ্যা

 

সুপারভাইজার (S-1 গ্রেড)

33

ইঞ্জিন টেকনিশিয়ান

 08

ডিজাইন সহকারী

17

মোট শূন্যপদ

58টি

যোগ্যতাঃ প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক/ডিপ্লোমা থাকতে হবে।

বয়সঃ প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা 28 বছর। রেজার্ভ ক্যাটাগরিদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের  ছাড় আছে।

নির্বাচন প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষার মাধ্যমে

আবেদন ফীঃ SC/ST/ PwBD প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের জন্য 400 টাকা।

অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুণ

আবেদন করুণঃ ক্লিক করুণ



Post a Comment

0 Comments