Northeast Frontier Railway Recruitment 2022 | নর্থেস্ট ফরন্টায়র রেলওয়ে নিয়োগ

 


নর্থেস্ট ফরন্টায়র রেলওয়ে নিয়োগ

যারা রেলের চাকরি সন্ধান করছেন তাদের জন্য খুব ভালো খবর। নর্থেস্ট ফরন্টায়র রেলওয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, আপ্রেন্টিস পদে নিয়োগের কথা জানিয়েছেন। মোট শূন্যপদ ৫৬৩৬ টি। আপনি চাইলে আজই আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৩০/০৬/২২। অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। কাজের স্থান পশ্চিমবঙ্গ, বিহার ও আসাম।

যোগ্যতাঃ দশম বা তার সমতুল্য পাশ হতে হবে এবং আই টি আই (ITI) পাশ হতে হবে।

বয়সঃ ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

সিলেকশন প্রসেসঃ দশম শ্রেণি ও আই টি আই দুটি পরীক্ষার নম্বর যোগ করে মেরিট লিস্ট তৈরি হবে।

আবেদন ফিঃ আবেদন ফি ১০০ টাকা। তবে SC/ ST/ PWD/ মহিলা দের কোন টাকা লাগবে না।

অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন  

আবেদন করুন – ক্লিক করুন





Post a Comment

0 Comments