Nadia District ASHA Karmee Recruitment 2022 | নদীয়া জেলায় আশাকর্মী পদে নিয়োগ 2022

 

নদীয়া জেলায় আশাকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

কল্যাণী মহকুমা শাসকের তরফ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন এলাকায় আশাকর্মী নিয়োগের কথা জানিয়েছেন। চাকদা, কল্যাণী, হরিণঘাটা ইত্যাদি ব্লকে আশাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলচ্ছে। আবেদন শেষ হবে ২৭/০৬/২২। অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট অফিসে। সংশ্লিষ্ট বি ডি ও অফিসে সকাল ১১ টা থেকে বেলা ৪ টে পর্যন্ত আবেদন পত্র গ্রহণ চলবে।

যোগ্যতাঃ 

·      শুধু মহিলা আবেদন করতে পারবে।

·      অবশ্যই বিবাহিত/বিধবা/ডিভর্সি হতে হবে।

·      মাধ্যমিক অথবা তার সমতুল্য পাশ হতে হবে।

·      যেই এলাকাই আবেদন করবেন সেখানের স্থায়ী বাসিন্দা হতে হবে।

·      বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে এস সি / এস টি হলে বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হলে হবে।

আবেদন প্রক্রিয়াঃ

অফিসিয়াল নোটিশে সংশ্লিষ্ট ফর্ম টি ফিলাপ করতে হবে হাতে লিখে কালো অথবা নীল পেন দিয়ে। এবং ফর্ম এর সাথে যে সমস্ত নথি জমা করতে হবে সেগুলি হল

§  জন্ম প্রমাণপত্র

§  ভোটার কার্ড ও রেশন কার্ড; ঠিকানার প্রমাণপত্র হিসেবে।

§  ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ ডিভোর্সের সার্টিফিকেট

§  এস সি / এস টি সার্টিফিকেট

§  ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো একটি ফর্মে ও অপরটি অ্যাডমিট কার্ডের জন্য।

 

ডাকযোগে/ ই-মেল /অন্যান্য মাধ্যমের সাহায্যে আবেদন পত্র গ্রহণ করা হবে না তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক


অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুন  

অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন 



Post a Comment

0 Comments