District Court Recruitment 2022। জেলা আদালতে নিয়োগ। Group- D Recruitment

 

হুগলী জেলা জজের অফিসে নিয়োগ

হুগলী জেলা জজের অফিসে গ্রুপ ডি (সুইপার পদে) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনি আবেদন করতে ইচ্ছুক হলে আপনি আজি অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু চলছে। আবেদনের শেষ দিন ০৭/০৭/২২।

যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ

বয়সঃ ১৮ থেকে ৪০ বছর। স্বরক্ষিত শ্রেণিভুক্ত দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

মোট শূন্য পদঃ ৩ টি

সিলেক্সন প্রক্রিয়াঃ ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। সেই সময় বাংলা পড়া লেখার দক্ষতা যাচাই করে নেওয়া হবে।

বেতনঃ ৪৯০০ টাকা থেকে ১৬২০০ টাকা সাথে গেড পে ১৭০০ টাকা।

আবেদন ফিঃ ৩০০ টাকা। SC দের জন্যে ১৫০ টাকা

 

অনলাইন আবেদন সম্পর্কিত কোন প্রশ্ন বা সমস্যা থাকলে আবেদনকারীরা তাদের নিজস্ব e mail id থেকে নিম্নে উল্লেখিত মেল আইডি তে মেল করতে পারেন।

hooghlycourtservice@gmailcom

অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুণ  

অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুণ 




Post a Comment

0 Comments