ASHA Karmi Recruitment 2022 | আশাকর্মী নিয়োগ 2022 |

 


আশাকর্মী(Asha Worker)নিয়োগ বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে উত্তর২৪ পরগণা জেলার বিভিন্ন সাব ডিভিশন অফিসের অধীনে যেমন বনগাঁ, ব্যারাকপুর, বসিরহাট, বারাসাত প্রভৃতি এলাকার আশাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন প্রক্রিয়া চলচ্ছে। আবেদন শেষ হবে ১০/০৬/২২। অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট অফিসে। নির্দিষ্ট অফিসে সকাল ১১ টা থেকে বেলা ৩ টে পর্যন্ত আবেদন পত্র গ্রহণ চলবে।

যোগ্যতাঃ  

·      শুধু মহিলা আবেদন করতে পারবে।

·      অবশ্যই বিবাহিত/বিধবা/ডিভর্সি হতে হবে।

·      মাধ্যমিক অথবা তার সমতুল্য পাশ হতে হবে।

·      যেই এলাকাই আবেদন করবেন সেখানের স্থায়ী বাসিন্দা হতে হবে।

·      বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ

অফিসিয়াল নোটিশ থেকে সংশ্লিষ্ট ফর্ম টি ফিলাপ করতে হবে হাতে লিখে কালো অথবা নীল পেন দিয়ে। এবং ফর্ম এর সাথে যে সমস্ত নথি জমা করতে হবে সেগুলি হল

§  জন্ম প্রমাণপত্র

§  ভোটার কার্ড ও রেশন কার্ড; ঠিকানার প্রমাণপত্র হিসেবে।

§  ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ ডিভোর্সের সার্টিফিকেট

§  এস সি / এস টি সার্টিফিকেট

§  ২ কপি পাসপোর্ট সাইজ ফটো একটি ফর্মে ও অপরটি অ্যাডমিট কার্ডের জন্য।

§  ২৩সেমি X ১০সেমি একটি খামে একটি ৫ টাকার স্ট্যাম পেপার লাগাতে হবে।

অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুন  

অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন 

Post a Comment

0 Comments