অগ্নিপথ স্কিম, আবেদনের দিন ও পরীক্ষার দিন ঘোষণা করা হল
কেন্দ্রীয় সরকার দেশের সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ
প্রকল্প ঘোষণা করেছেন ভারতীয় সেনা বিভাগ। তাদের নাম দেওয়া হয়েছে অগ্নিবীর। অগ্নিপথ
প্রকল্পে প্রার্থীদের ৪ বছরের জন্য নিযুক্ত করা হবে সেনাতে। আগামী ২৪/০৬/২২ তারিখ থেকে
আবেদন করা যাবে। আবেদন শেষ হবে ৫/০৭/২২ তারিখ । পরীক্ষা হবে ২৪/০৭/২২ তারিখ।
·
অগ্নিবীরদের বয়স বয়স ১৭.৫ থেকে ২৩
বছররের মধ্যে হতে হবে।
·
মাধ্যমিক/ দশম পাশ ও যে কোনও স্ট্রিম
থেকে দ্বাদশ পাশ/ ডিপ্লোমা পাশ হলে আবেদন করতে পারবেন।
·
নিয়োগ হবে ৪ বছরের জন্য হবে এবং শুধুমাত্র
২৫ শতাংশ অগ্নিবীরকেই সেনাবাহিনীতে স্থায়ী কমিশনে রাখা হবে।
·
৪ বছর পর প্রার্থীরা নিয়মিত ক্যাডারের
জন্য স্বেচ্ছাসেবক হতে পারবেন। সেনাবাহিনীতে শূন্য পদের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে
অগ্নিবীরদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে।
·
এই সময়ে, প্রথম বছরে ৩০,০০০ টাকা
থেকে চতুর্থ বছরে ৪০,০০০ টাকা পর্যন্ত বেতন অগ্নিবীরদের দেওয়া হবে। এছাড়াও অন্যান্য
ভাতা দেওয়া হবে।
·
৪ বছর পর ১০.৪ লক্ষের একটি সম্মিলিত
তহবিল এবং আয়কর মুক্ত সুদের সুবিধাও দেওয়া হবে৷ ৪ বছরের মেয়াদ শেষে প্রার্থীরা অন্যান্য
কাজ করতে পারবেন।
·
দেশের সেবা করাকালীন কোনও অগ্নিবীরের
মৃত্যু হলে সেবা নিধি প্রকল্পে, তাঁর পরিবারের সদস্যরা ১ কোটি টাকার বেশি পাবেন। বাকি
চাকরির বেতনও দেওয়া হবে। একই সঙ্গে অগ্নিবীর যদি অক্ষম হয়ে পড়েন, তাহলে তাকে ৪৪
লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। এ ছাড়া বাকি চাকরির বেতনও দেওয়া হবে।
আবেদনের জন্যে
নিম্নে উল্লেখিত ডকুমেন্ট দরকার
আবেদন ফি
– ২৫০ টাকা
অফিসিয়াল নোটিশ – ক্লিক করুন
আবেদন করুন – ক্লিক করুন
ইন্ডিয়ান এয়ার ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
Agnipath Rally List PDF- 👉
0 Comments