ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
ওয়েস্ট বেঙ্গল পুলিশ
হাউজিং অ্যান্ড ইনফাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং
ডিরেক্টর একটি নোটিশ জারি করে সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার সিভিল ও সাব অ্যাসিসটেন্ট
ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিক্যাল পদে নিয়োগের জন্য, যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার
কথা জানিয়েছেন। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার
সিভিল
যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং এর তিন বছরের
ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ থাকতে হবে। পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রগণ্যতা পাবে।
কাজের ধরনঃ সম্পূর্ণ চুক্তি ভিত্তিক।
বেতনঃ মাসিক ২০,০০০ টাকা
শূন্যপদঃ বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই
সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার
ইলেক্ট্রিক্যাল
যোগ্যতাঃ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তিন
বছরের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ থাকতে হবে। পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রগণ্যতা
পাবে।
কাজের ধরনঃ সম্পূর্ণ চুক্তি ভিত্তিক।
বেতনঃ মাসিক ২০,০০০ টাকা
শূন্যপদঃ বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই
বয়সঃ দুটি পদের জন্যই ২১ থেকে ৪০ বছরের
মধ্যে হতে হবে।
আবেদন শুরুঃ ১৮/০৫/২২
আবেদন শেষ দিনঃ ০৩/০৬/২২
অসিফিয়াল নোটিশ – ক্লিক করুন
অসিফিয়াল ওয়েবসাইট – ক্লিক করুন
0 Comments