Office Of The District & Sections Judge Jhargram Recruitment 2022

 


অফিস অফ দ্যা ডিসট্রিক্ট অ্যান্ড সেশন জজ এর তরফে চাকরির বিজ্ঞপ্তি

অফিস অফ দ্যা ডিসট্রিক্ট অ্যান্ড সেশন জজ ঝাড়গ্রাম এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন পদে নিয়োগের কথা জানিয়েছেন। আবেদন করতে হবে অনালাইনে। আবেদন শুরু হয়েছে ২১/০৫/২২ তারিখ থেকে শেষ হবে ১০/০৬/২২ তারিখে।

বিভিন্ন পদে শূন্য পদ প্রকাশিত হয়েছে, সেগুলি হল- ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড, সুইপার ।

যোগ্যতাঃ স্বাক্ষর/ অষ্টম শ্রেণি পাশ/ মাধ্যমিক পাশে চাকরি।

মোট শূন্য পদঃ ৫৫ টি।

বয়সঃ ১৮ থেকে ৪০

বেতনক্রমঃ ১৭০০০ টাকা থেকে ৮২৯০০ টাকা

আবেদন ফিঃ ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য ৮০০ টাকা, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার পদের জন্য ৭০০ টাকা এছাড়া পিওন, নাইট গার্ড ও সুইপার পদের জন্য ৬০০ টাকা। SC / ST/PWD দের জন্য প্রত্যেক ক্ষেত্রে ২০০ টাকা করে কম লাগবে।

      অফিসিয়াল নোটিশঃ ক্লিক করুন

     আবেদন করুনঃ ক্লিক করুন



Post a Comment

0 Comments