রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের
জন্য আবেদন প্রক্রিয়া গ্রহনের কাজ শুরু হয়েছে। মোট শূন্যপদ 465। কার্পেন্টার, ইলেকট্রনিক,
ফিটার, পেয়েন্টার, প্লাম্বার,
মেকানিক, ওয়েল্ডার, ওয়ারম্যান,গ্যাস কাটার ইত্যাদি পদে নিয়োগ হবে। অফিসিয়াল ওয়েবসাইটে
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন 22/06/2022।
যোগ্যতাঃ মাধ্যমিক
পাশ ও ITI পাশ হতে হবে।
বয়সঃ 01.07.2022
অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST দের 5 বছরের, OBC দের 3 বছরের,
ও Ex-serviceman and PWD দের জন্যে 10 বছরের ছাড় আছে সরকারি নিয়ম অনুসারে।
কাজের স্থানঃ বিলাসপুর ডিভিশন
সিলেকশন প্রসেসঃ সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
আবেদন করুন – ক্লিক করুন
0 Comments