INDIAN AIR FORCE RECRUITMENT 2022 | AFCAT 2 | ভারতীয় বায়ু সেনাতে বিভিন্ন পদে নিয়োগ

 

ভারতীয় বায়ু সেনাতে বিভিন্ন পদে নিয়োগ

ইন্ডিয়ান এয়ার ফোর্সর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পুরুষ ও মহিলা উভয়ই কে ইন্ডিয়ান এয়ার ফোর্সর ফ্লাইং অফিসার ও গ্রাউন্ড ডিউটি(টেকনিক্যাল ও নন টেকনিক্যাল) পদে আবেদনের কথা  জানিয়েছেন । Air Force Common Admission Test (AFCAT 2) এর মাধ্যমে নিয়োগ হবে। আবেদন শুরু হবে 01/06/22 তারিখ থেকে। শেষ আবেদন করতে পারবেন 30/06/22 তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

বয়সঃ ফ্লাইং অফিসার পদের জন্য জানুয়ারি 01/01/23 অনুযায়ী 20 থেকে 24 বছর হতে হবে।

ও গ্রাউন্ড ডিউটি(টেকনিক্যাল ও নন টেকনিক্যাল) পদের জন্য 01/01/23 অনুযায়ী 20 থেকে 26 বছর হতে হবে।

যোগ্যতাঃ অংক ও পদার্থবিদ্যা সমেত উচ্চমাধ্যমিকে 50% নম্বর পাশ ও গ্র্যাজুয়েশন/ BE/B.TECH পাশ হতে হবে।

কাজের স্থানঃ সম্পূর্ণ ভারতবর্ষ।

আবেদন ফিঃ 250 টাকা

বেতনঃ ফ্লাইং অফিসার পদের জন্য ট্রেনিং এর সময়ই ফিক্স স্টাইপেন্ড 56,100 টাকা।

         অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন


            আবেদন করুন ক্লিক করুন 



Post a Comment

0 Comments