ICAR - ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI) এ অ্যাসিস্ট্যান্ট
পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে
ইন্ডিয়ান এগ্রিকালচারাল
রিসার্চ ইনস্টিটিউট (IARI) ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল
রিসার্চ অ্যান্ড ইটস ইনস্টিটিউটস এর হয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে অ্যাসিস্ট্যান্ট
পদে, ইচ্ছুক প্রার্থীদের অনলাইনয়ে আবেদনের কথা জানিয়েছেন। আবেদন করতে হবে IARI এর অফিসিয়াল ওয়েবসাইটে।
পদের
নামঃ অ্যাসিস্ট্যান্ট
মোট
শূন্য পদঃ ৪৬২
টি। হেড কোয়াটারে অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদ ৭১ টি এবং বাকি ৩৯১ টি শূন্য পদ ইনস্টিটিউটে।
আবেদনের
শেষ তারিখঃ ০১/০৬/২২
আবেদন
যোগ্যতাঃ স্নাকত
বা গ্রাজুয়েশন
পাশ হতে হবে সরকারি স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
বেতনঃ ৩৬৪০০ টাকা (ইনস্টিটিউট) ও ৪৪৯০০
টাকা (হেড কোয়াটার)
কাজের
স্থানঃ সম্পূর্ণ
ভারতবর্ষ
আবেদন
ফিঃ UR/OBC-NCL(NCL)/EWS
দের জন্য আবেদনের জন্য মোট ১০০০ টাকা লাগবে। ৩০০ টাকা রেজিস্ট্রেশনের জন্য ও পরীক্ষা
ফি ৭০০ থাকা। তবে মহিলা/ SC /ST অথবা যাদের কোন ডিস অ্যাবিলিটি আছে তাদের শুধু ৩০০
টাকা রেজিস্ট্রেশন ফি লাগবে।
অফিসিয়াল
নোটিশ - ক্লিককরুন
আবেদন
করুন – ক্লিককরুন
0 Comments