ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
বর্তমানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি
বিজ্ঞপ্তি জারি করে ক্যাটাগরি II, ক্যাটাগরি III ও ক্যাটাগরি IV পদে নিয়োগের জন্য আবেদন
প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। যারা ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন
করতে পারবেন।
মোট ৪৭১০টি পদ রয়েছে।
ক্যাটাগরি II ৩৫
ক্যাটাগরি III ২৫২১
ক্যাটাগরি IV ২১৫৪
আবেদনের যোগ্যতাঃ প্রার্থীদের অষ্টম এবং দশম শ্রেণীতে
উত্তীর্ণ হতে হবে যে কোনও সরকার স্বীকৃত বোর্ড থেকে ।
নির্বাচন পদ্ধতিঃ লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট
এবং ডকুমেন্ট ভেরিফিকেশন।
বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে, তাতে জানানো হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হবে তবে তারিখ এখনও নির্দিষ্ট ভাবে প্রকাশিত করেনি এফ সি আই। তবে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইটেই। সুতরাং অবশ্যই বিস্তারিত আপডেটের জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে পারেন।
অফিসিয়াল লিঙ্ক – ক্লিক করুন
0 Comments