MSCWB Mazdoor Recruitment 2022 | কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে মজদুর পদে নিয়োগ 2022

 


কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে মজদুর পদে

 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কমিশন, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আওতাই মজদুর পদ নিয়োগের কথা জানিয়েছেন। ইচ্ছুক ও যোগ্য পার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। 24/04/2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

 

শূন্যপদঃ 104 টি

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতাঃ স্বাক্ষর হতে হবে।

বয়সঃ জানুয়ারি 01.01.2022 অনুযায়ী পার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

সিলেকশন পদ্ধতিঃ দুটি ধাপে সিলেকশন হবে

Ø রিডিং এবং রাইটিং টেস্ট

Ø ফিল্ড টেস্ট

আবেদনের শেষ তারিখঃ 24/04/2022     

 

আবেদন ফি

জেনারেল,ওবিসি(A&B) চাকরি প্রার্থীদের জন্য আবেদন ফিঃ  150 টাকা + 50 টাকা প্রোসেসিং ফি।

 SC/ST/Pwd প্রার্থীদের জন্য আবেদন ফিঃ  শুধু 50 টাকা প্রোসেসিং ফি



                    আবেদন করুন - ক্লিক করুন


        অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন - ক্লিককরুন






Post a Comment

0 Comments