পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাঁকুড়া
জেলায় চাকরির বিজ্ঞতি প্রকাশিত হল
বাঁকুড়া জেলার রানী বাঁধ ব্লক ডেভেলপমেন্ট অফিস এর তরফ থেকে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন 27/04/22। বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাট অনুযায়ী আবেদনপত্রটি সম্পূর্ণ ফীলাপ করে, ছুটির দিন বাদে 27/04/22 তারিখ অফিস সময়ের মধ্যে আবেদনটি জমা করতে হবে।
আবেদন পত্রের সাথে
যে যে নথি জমা করতে হবেঃ
1.
জন্মের প্রমাণপত্র
2.
উচ্চ মাধ্যমিকের
/ ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট
3.
ভোটার কার্ড
4.
আধার কার্ড
5.
৫ টাকা দামের দুটি
পোস্ট স্ট্যাম
GRS / গ্রাম রোজগার সহায়ক পদে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিযুক্ত করা হবে। বেতন
মাসে 12000 টাকা। সিলেকশন হবে মেরিট এবং পরীক্ষার ভিত্তিতে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে
হতে হবে।
আবেদনের জন্য উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে / ভোকেশনাল টেনিং
থাকতে হবে পদার্থ বিদ্যা ও অংক নিয়ে। পরীক্ষার রেজাল্টে 55% নাম্বার থাকতে হবে।
অফিসিয়াল নোটিশ
– ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট – ক্লিক করুন
0 Comments