Data Entry Operator Recruitment 2022 | MURSHIDABAD OFFICE OF THE BLOCK DEVELOPMENT OFFIGER RECRUITMENT 2022


ডেটাএন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি

মুর্শিদাবাদ ব্লকডেভেলপমেন্ট অফিস থেকে ডেটাএন্ট্রি অপারেটর পদের বিজ্ঞপ্তি প্রাকাশিত হয়েছে। ইচ্ছুক ও আগ্রহী পার্থীরা আজই আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আবেদন পৌঁছানোর শেষ দিন 18.04.22 (বিকাল 5.30 এর মধ্যে)। আপনি যেকোনো বিষয়ে স্নাতক হলেই আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার আপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে।

মিড ডে মিলের ডেটা এন্ট্রি পদে নিয়োগ হবে। কজের ধরন সম্পূর্ণ চুক্তি ভিত্তিক। সিলেকশন হবে পরীক্ষার মাধ্যমে। 100 নম্বরের পরীক্ষা হবে। রিটেন পরীক্ষা হবে 70 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 20 নম্বরের এবং 10 নম্বরের হবে মৌখিক। বেতন মাসিক 11000 টাকা। শূন্য পদ সংখ্যা 01 টি। আপনাকে নোটিসে দেওয়া ফর্মেট অনুযায়ী একটি আবেদন পত্র পাঠাতে হবে উল্লেখিত ঠিকানাই।

The Block Development Officer and Chairperson, Block Level Selection Committee for engagement of DEO (CMDMp), Bharatpur-I Development Block  


                       অফিসিয়াল নোটিশ ডাউনলোড –ক্লিক করুন





Post a Comment

0 Comments