CSIR-Central Glass & Ceramic Research Institute recruitment 2022

 


সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে চাকরির বিজ্ঞপ্তি প্রাকাশিত হয়েছে

সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে টেকনিশিয়ান ও টেকনিশিয়ান অ্যাসিসটেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি  প্রাকাশিত হয়েছে। আপনি যদি যোগ্য ও ইচ্ছুক হন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 31/05/2022

মোট শূন্য পদঃ 70 টি।

বয়সঃ 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। SC/ST দের সরাকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

আবেদন যোগ্যতাঃ বিভিন্ন পদের জন্য বিভিন্ন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

আবেদন ফিঃ 500 টাকা তবে SC/ST/PwBD/Women/CSIR Employees দের জন্য কোন টাকা লাগবে না।

সিলেকশন পদ্ধতিঃ টেকনিশিয়ান ও টেকনিশিয়ান অ্যাসিসটেন্ট উভয়ই ক্ষেত্রেই মোট তিনটি পেপারের পরীক্ষা হবে। OMR Based অথবা অনলাইন পরীক্ষা হবে।

     অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন – ক্লিক করুন

                 আবেদন করুন - ক্লিক করুন 





Post a Comment

0 Comments