এবার আধার-প্যান লিঙ্ক করায় দিতে হবে লেট ফাইন
আধার-প্যান লিঙ্ক করার সময়সীমা, যা 2017 সাল থেকে বেশ কয়েকবার বাড়ানো হয়েছিল। আয়কর দপ্তরের তরফ থেকে আধার-প্যান লিঙ্ক করার সময়সীমা শেষ দিন ঘোষণা করা হয়েছিল 31.03.22। আয়কর দপ্তরের তরফ থেকে আরও জানাও হয়েছে 31.03.22 তারিখের মধ্যে যারা লিঙ্ক করাননি তাদের দিতে হবে জরিমানা
আয়কর বিভাগ বলেছে যে 31 শে
মার্চ, 2022 এর মধ্যে PAN-এর সাথে আধার লিঙ্ক না করলে 1,000 টাকা পর্যন্ত
জরিমানা হবে।
CBDT(central board of direct
taxes) জানান হয়েছে এই ধরনের একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর/
পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) আয়কর রিটার্ন/ ইনকাম
ট্যাক্স রিটার্ন (ITR) দাখিল করার জন্য, ফেরতের দাবি করা এবং অন্যান্য I-T পদ্ধতির জন্য মার্চ,
2023 পর্যন্ত আরও এক বছরের জন্য কার্যকর থাকবে প্যান কার্ড।
তবে 31 শে মার্চ, 2023-এর পরে, করদাতাদের PAN যদি আধারের সাথে লিঙ্ক করা না হয়, তাহলে প্যান
কার্ডনিষ্ক্রিয় হয়ে যাবে এবং আধার-প্যান লিঙ্ক করার জন্য আইনের অধীনে সমস্ত
পরিণতি এই ধরনের করদাতাদের জন্য প্রযোজ্য হবে, CBDT বলেছে৷
আধার-প্যান লিঙ্ক এর লেট ফি
এপ্রিল থেকে জুন এর মধ্যে লেট
ফি দিতে হবে- 500 টাকা
জুলাই থেকে লেট ফি দিতে হবে –
1000 টাকা
প্যান কার্ডও আধার কার্ড লিংক আছে কি চেক করুন --- ক্লিক করুন
0 Comments