স্টাফ সিলেকশন কমিশনে ৩৬০০এর
বেশি শূন্যপদের
বিজ্ঞপ্তি
স্টাফ
সিলেকশনের তরফে রাজস্ব বিভাগ (অর্থ মন্ত্রণালয়)
এর অধীনে হাবিলদার (সিবিআইসি এবং সিবিএন) ও মাল্টি টাস্কিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে। এর মধ্যে হাবিলদারের শূন্যপদ সংখ্যা ৩৬০৩ এবং মাল্টি টাস্কিং পদের
শূন্য পদের সংখ্যা পরে জানান হবে। মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন। আপনাকে
অনলাইনে আবেদন করতে হবে স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন
প্রক্রিয়া শুরু হয়ে গেছে ২২.০৩.২২ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ৩০.০৪.২২ তারিখ
পর্যন্ত। আবেদন ফি ১০০ টাকা তবে এসসি, এসটি , মহিলা ও প্রাক্তন সৈন্যদের কোন টাকা লাগবেনা।
আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল
ওয়েবসাইট –
আবেদন করুন - ক্লিক করুন
0 Comments