রাজ্যে আবার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল
রাজ্য মিশন আধিকর্তার তরফ থেকে একটা বিজ্ঞপ্তির দ্বারা ১৮৮ টি আশা কর্মী পদের জন্য আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনি যদি ইচ্ছুক ও আগ্রহী হন আজই আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭.০৩.২০২২ বিকেল ৫ টা অবধি । বিজ্ঞপ্তি অনুসারে, বাঁকুড়া সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্যকেন্দ্রের আশা কর্মী নিয়োগ হবে।
আবেদনের শর্তাবলিঃ
·
কেবলমাত্র বিবাহিত,
বিধবা আথবা বিবাহ বিছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে।
·
আগ্রহী পার্থী অবশ্যই
গ্রামের অথবা স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে।
·
বয়স ১.০১.২২ অনুযায়ী
৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SCও ST গোষ্ঠীর অন্তর্ভুক্ত হলে সেক্ষেত্রে বয়স
২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
·
পার্থীকে অবশ্যই
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে।
·
আপনি যদি গ্রেড ওয়ান
ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য , প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার হন;
তবে অগ্রাধিকার পাওয়া যাবে।
আবেদন
পত্রের সাথে যেসব নথি জমা দিতে হবেঃ
Ø জন্মের প্রমাণপত্র
Ø এলাকার স্থায়ী বাসিন্দা তার প্রমানপত্র
Ø SCও ST হলে তার প্রমাণপত্র
Ø গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য , প্রশিক্ষণ
প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার হলে তার উপযুক্ত প্রমাণপত্র
Ø পার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ফটো। এবং আবেদন পত্রের ২ দিকে
আড়াআড়ি ভাবে সাক্ষর করতে হবে।
অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন
বাতিল করা হবে। আবেদনআবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭.০৩.২০২২ বিকেল ৫ টা অবধি। আবেদন
পত্র জমা দেওয়ার স্থান – সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারিকের (বি.ডি.ও) এর অফিসের ড্রপ
বক্সে।
আবেদনপত্র ও অফিসিয়াতি নোটিশ ডাউনলোড করুন- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট - - ক্লিক করুন
0 Comments