১০০ দিনের কাজ
১০০ দিনের কাজ
প্রকল্পটি কি?
এই প্রকল্পে প্রত্যেক
গ্রামীণ পরিবার ১০০ দিনের কাজ পেতে পারে। জব কার্ডের আবেদন করার ১৫ দিনের মধ্যেই জব
কার্ড দিয়ে দেও হয় এবং জবের আবেদন করার ১৫ দিনের মধ্যে কাজ দেওয়া হয়ে থাকে।
কারা কারা এই
সুবিধার সুযোগ নিতে পারেন?
গ্রামীণ এলাকার যেকোনো
প্রাপ্তবয়স্ক ব্যাক্তি চাইলেই এই সুবিধা নিতে পারেন।
কি কি নথি প্রয়োজন
আবেদনের জন্যঃ
·
জবকার্ডের জন্য সাদা কাগজ বা নির্দিষ্ট ফর্মে আবেদন
করতে হবে।
·
পরিচয় পত্রের জেরক্স বা ফটো কপি ।
·
আবেদনকারীর নিজের নামে নিজস্ব পাশবই।
·
কাজের আবেদন সাদা কাগজ বা নির্দিষ্ট ফর্মে
করতে হবে।
যোগাযোগ মাধ্যমঃ
আপনার একালার গ্রাম পঞ্চায়েত ও বিডিও।
0 Comments