রাজ্যে আশাকর্মী নিয়োগ
রাজ্যে ২১৩ টি আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি যোগ্য ও ইচ্ছুক হন আজই আবেদন করতে পারেন। মালদা এস ডি ও (SDO)-এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্লক, গ্রাম, গ্রাম পঞ্চায়েত, ও বিভিন্ন সাব হেলথ সেন্টারে নিয়োগ হবে।
কাজের স্থান – মালদা
শূন্যপদ - ২১৩
বেতন – ৫০০০ থেকে ১০০০০
বয়স – ০১.০১.২২ অনুযায়ী বয়স ৩০ থেকে ৪০। তবে SC ও
ST হলে বয়স ২২ থেকে ৪০
যোগ্যতা – মাধ্যমিক / সমযোগ্যতা। শুধুমাত্র
মহিলারাই আবেদন করতে পারবেন। বিবাহিত/বিধবা/ডিভোর্সি হলে আবেদন করতে পারবে। যেই গ্রামে
আবেদন করবেন, আবেদনকারীকে সেই গ্রামের বাসিন্দা হতে হবে।
আবেদনের শেষ তারিখ – ২৩.০২.২২
আবেদন পদ্ধতি – অনলাইন আবেদন করতে হবে। অফিসিয়াল
ওয়েবসাইটে গিয়ে যারা ইচ্ছুক ও যোগ্য তারা আবেদন
করতে পারবেন।
আবেদন করুন – ক্লিক করুন
অফিসিয়াল নোটিশ - ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট - ক্লিক করুন
0 Comments