কোস্ট গার্ডের বিভিন্ন পদে নিয়োগ
সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কোস্ট গার্ড রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির
তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৬ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে।
প্রার্থীদের আগামী ১৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে
ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই
সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া
হবে।
শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত
বিবরণ
জিডি: ৩০টি পদ
সিপিএল (এসএসএ):
১০টি পদ
টেকনিক্যাল: ১০টি পদ
এক নজরে নিয়োগ
সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান
কোস্ট গার্ড (Indian Coast Guard)
|
পদের নাম |
জিডি, সিপিএল (এসএসএ), টেকনিক্যাল |
|
শূন্যপদের সংখ্যা |
৫০ |
|
কাজের স্থান |
ভারত |
|
কাজের ধরন |
কিছু জানানো হয়নি |
|
নির্বাচন পদ্ধতি |
উচ্চ শতাংশ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত
তালিকা, চূড়ান্ত নির্বাচনে মনস্তাত্ত্বিক পরীক্ষা, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউ
(পার্সোনালিটি টেস্ট) |
|
আবেদন
প্রক্রিয়া শুরু |
০৬.১২.২০২১ |
|
শিক্ষাগত যোগ্যতা |
কিছু জানানো হয়নি |
|
বেতনক্রম |
কিছু জানানো
হয়নি |
|
আবেদন পদ্ধতি |
অনলাইন |
|
আবেদনের শেষ
দিন |
১৭.১২.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে জানতে এই লিঙ্কটিতে গিয়ে দেখতে পারেন- Click here to download
নির্বাচন পদ্ধতি
যোগ্যতামূলক
পরীক্ষায় উচ্চ শতাংশ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা
হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের প্রদত্ত তারিখ এবং সময়ে প্রাথমিক
নির্বাচনের জন্য ডাকা হবে যা মানসিক দক্ষতামূলক পরীক্ষা/ অ্যাপটিটিউট এবং
ছবি উপলব্ধিকরণ ও ডিসকাশন টেস্ট নিয়ে পরিচালিত হবে।
প্রাথমিক নির্বাচনে
যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য ডাকা হবে। চূড়ান্ত নির্বাচন
হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউয়ের (পার্সোনালিটি টেস্ট)
ভিত্তিতে। প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে ভালো করে দেখে নিতে হবে।
0 Comments