জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্পূর্ণ কালেন্ডার প্রকাশিত হল |Joint Entrance Examination (JEE 2022)

 

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্পূর্ণ কালেন্ডার প্রকাশিত হল
 Joint Entrance Examination 2022

জয়েন্ট এন্ট্রান্স 2022 এর তারিখ আগেই ঘোষণা করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । তবে কবে থেকে আবেদন করতে পারবে, কবে থেকে ভুল সংশোধন, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ছাত্রছাত্রীরা তা বিস্তারিতও ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ।


অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 24/12/2021 তারিখ থেকে চলবে সোমবার 10/01/22 তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আবেদন পত্রে কোন ভুল হলে  তবে 11/01/22 তারিখ থেকে 13/01/22 তারিখ পর্যন্ত তা সংশোধন কড়া যাবে।

সম্ভাব্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে 18/04/22 তারিখ এ। এবং 18/04/22 তারিখ থেকে 23/04/22 তারিখ পর্যন্ত তা ডাউনলোড কড়া যাবে ।

সম্ভাব্য পরীক্ষার তারিখ 23/04/22 ।

Paper I (Mathematics) হবে 11a.m থেকে 1 p.m পর্যন্ত

Paper II (Physics & Chemistry হবে 2 p.m থেকে 4p.m পর্যন্ত


                       অফিসিয়াল নোটিশ – ক্লিক করুন


    অফিসিয়াল ওয়েবসাইট - ক্লিক করুন


Post a Comment

0 Comments