স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল (CGL 2021-22) পরীক্ষা এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল

 



স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল (CGL 2021-22) পরীক্ষা এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল

স্টাফ সিলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল (CGL 2021-22) পরীক্ষার কথা ঘোষণা করেছেন। বিভিন্ন পদের জন্য অনেক শূন্যপদ আছে। তিনটি ধাপে পরীক্ষাটি সম্পূর্ণ হবে – Tier I, Tier II, Tier III


আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েগিয়েছে আবেদনের শেষ তারিখ ২৩শে জানুয়ারি। আবেদনের পরে অনলিনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২৫শে জানুয়ারি কিন্তু চালন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৭শে জানুয়ারি। চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২৭শে জানুয়ারি । সম্ভাব্য Tier I পরীক্ষার সময় এপ্রিল ২০২২। আবেদন পার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি ১০০ টাকা  তবে sc/st/pwd/ ex- serviceman দের টাকা লাগবে না।


                    অফিসিয়াল ওয়েবসাইট - ক্লিক করুন


                       অফিসিয়াল নোটিশ – ক্লিক করুন  



Post a Comment

0 Comments