পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | WEST BENGAL FOOD & SUPPLY RECRUITMENT 2022

 



পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরে কাজের দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল (IMPDS) পদে নিয়োগের কথা জানিয়াছেন। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদন প্রক্রিয়া ২১/১২/২১ থেকে শুরু হয়ে গিয়েছে চলবে ৫/০১/২২ পর্যন্ত। আপনি যদি যোগ্য ও ইচ্ছুক হন, তবে এখনি আবেদন করে ফেলুন নিচে দেও লিঙ্ক টি থেকে খুব সহজে।


*    পদের নাম - টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল (IMPDS)

*    শূন্য পদ সংখ্যা – ২১ টি

*    বেতন – ৪০০০০ টাকা

*    যোগ্যতা MCA তে ফার্স্ট ক্লাস হতে হবে অথবা B.E/ B.Tech/ IT তে M.Sc/ Computer       Science-এ ফার্স্ট ক্লাস হতে হবে

*    টেকনিক্যাল অভিজ্ঞতা – সফটওয়্যার ডিজাইন, ডকুমেন্টটেসন ও ইমপ্লিমেন্টেশনে প্রমান যোগ্য           অভিজ্ঞতা থাকতে হবে এবং ডট নেট জানা তাকলে সেটি আরও বেশি গ্রহণযোগ্য হবে।

*    অন্যান্য অভিজ্ঞতা – সফটওয়্যার ডেভেলপার হিসাবে ৫ বছরের অভিজ্ঞতার সাথে ডেটা অ্যানালিটিক্সের   অভিজ্ঞতা। ডেটা অ্যানালিটিক্স, UI এক্সপার্ট, UI ডিজাইনার, ডেটাবেস ম্যানেজমেন্ট, MIS ও রিপোর্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্কিং ইত্যাদি যোগ্যতা প্রয়োজন।

*   বয়স – ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

*   কাজের ধরন – সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে।

A

                           অফিসিয়াল নোটিশ ক্লিক করুন


                        আবেদন করুন - ক্লিক করুন

r





Post a Comment

0 Comments