গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ | Recruitment in Garden Reach Shipbuilders and Engineers Limited

 

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (Garden Reach Shipbuilders and Engineers Limited/ GRSE)-এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন।

আবেদনের তারিখআবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীদের ১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফিসিয়াল লিঙ্কে গিয়েই তাঁরা আবেদন করতে পারবেন।

পদ- গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে অ্যাপ্রেন্টিস পদে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে। যেমন- ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice), ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার (Trade Apprentice, Fresher), গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentice), টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice) ইত্যাদি।

শূন্যপদের সংখ্যা-

মোট শূন্যপদের সংখ্যা ২৫৬টি।

যেমন- ট্রেড অ্যাপ্রেন্টিস- ১৭০টি পোস্ট

ট্রেড অ্যাপ্রেন্টিস, ফ্রেশার- ৪০টি পোস্ট

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- ১৬টি পোস্ট

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- ৩০টি পোস্ট

বয়সসীমা- ১৪ থেকে ২৬ বছর বয়সীরা এই সব পদের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচন পদ্ধতি- প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষা ও ট্রেড পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য এআইটিটি-র অধীনস্থ সিটিসি বা এক্স আইটিআই, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ডিগ্রি, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির কথা বলা হয়েছে। এই সকল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কমন মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই বিষয়ে বিশদে জানতে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments