লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
বর্তমান রাজ্যের সরকার রাজ্যের গৃহস্ত
মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্প (WB Lakshmir Bhandar
Scheme) চালু
করবে।
প্রকল্পের
নাম |
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প |
কারা
পাবে |
গৃহস্থ
মহিলা |
মাসিক
টাকা |
৫০০-১০০০
হাজার |
বছরে
টাকা |
৬-১২
হাজার |
রাজ্য |
পশ্চিমবঙ্গ |
আবেদন
শুরু |
শুরু
হবে |
অফিসিয়াল
সাইট |
wb.gov.in |
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যোগ্যতাঃ
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- একজন গৃহস্থ মহিলা হতে হবে।
- ব্যাঙ্কের পাশবই থাকতে হবে।
"লক্ষ্মীর
ভান্ডার" প্রকল্পে কত টাকা দেওয়া হবে?
এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্ত মহিলারা মাসিক ১০০০ টাকা করে পাবেন। তফসিলিভুক্ত নন যারা সেই সমস্ত মহিলাদের মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে ।
লক্ষ্মীর ভান্ডার
প্রকল্পের টাকা কারা কারা পাবেন?
এই প্রকল্পের টাকা সমস্ত গৃহস্থ মহিলারা পাবেন। তফসিলি জাতি এবং তফশিলি উপজাতিভুক্ত মহিলারাই এই টাকা পাবেন । প্রতিমাসে এই টাকা দেওয়া হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্যে কি?
এই 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের প্রধান
উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের
টাকা সরাসরি সকল গৃহস্থ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
কারা এই প্রকল্পের
টাকা পাবে না?
- যারা ইনকাম ট্যাক্স জমা করে। অর্থাৎ
যাদের অর্থিক অবস্থা ভালো।
- স্বাস্থ্য সাথীর কার্ড নেই।
- ২ হেক্টরের বেশি জমি আছে তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।
কবে থেকে এই
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে?
১ জুলাই আনুষ্ঠানিকভাবে রাজ্য বাজেট
২০২১-এ এই প্রকল্পের কথা ঘোষনা করা হয়েছে।
এই প্রকল্পের কাজ আগষ্ট-সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। প্রতিটা
এলাকায় দূয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন হবে। অর্থাৎ এখোনো সম্পুর্ন আবেদন
শুরু হয়নি।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের
আবেদনের স্ট্যাটাস চেক করুন- ক্লিক করুন
0 Comments