১ লক্ষ কলেজ
স্নাতককে চাকরি দেবে টিসিএস, উইপ্রো, ইনফোসিস
করোনা অতিমারির
মধ্যে চাকরির বাজারে টানাটানি৷ এরই মধ্যে সুখবর দিল ভারতের তিন বৃহৎ তথ্যপ্রযুক্তি
সংস্থা৷ চলতি অর্থবর্ষেই টাটা কনসালটেন্সি সার্ভিস, ইনফোসিস এবং উইপ্রো সম্মিলিত
ভাবে ১ লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগ করবে বলে খবর৷ মূলত কলেজ স্নাতক বা চাকরি
ক্ষেত্রে নবাগত দেরই সুযোগ দেওয়া হবে বলে তিন সংস্থা সূত্রে খবর৷
করোনার দ্বিতীয়
ধাক্কা কাটিয়ে উঠে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই নবাগতদের সুযোগ করে দিতে চাইছে তিন
সংস্থা৷ চলতি অর্থবর্ষের শুরুতে কর্মী নিয়োগের নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে
পিছিয়ে ছিল এই সংস্থাগুলি৷ কিন্তু অর্থবর্ষের প্রথম তিন মাসের পর সেই ঘাটতি
অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে৷ প্রথম তিন মাসেই তিন সংস্থা সম্মিলিত ভাবে ৪০
হাজার নতুন কর্মী নিয়োগ করেছে বলে জানা গিয়েছে৷ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে
উইপ্রো ১২ হাজার নতুন নিয়োগ করেছে৷ ইনফোসিস ৮৩০০ এবং টিসিএস ২০ হাজার নতুন চাকরি
দিয়েছে৷
নিয়োগের ক্ষেত্রে তিন সংস্থার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে টিসিএস-ই৷ ২০২১-২২ আর্থিক বর্ষে ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে ৪০ হাজার নতুন কর্মী নিয়োগ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা৷ টিসিএস-এর গ্লোবাল হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান দাবি করেছেন, করোনা অতিমারির জন্য তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে থাকেনি৷ গত বছরও ৩ লক্ষ ৬০ হাজার চাকরিপ্রার্থী ভার্চুয়াল এন্ট্রান্স টেস্টে অংশ নেয় বলে জানিয়েছেন টিসিএস-এর ওই শীর্ষ কর্তা৷
ইনফোসিস-ও এই আর্থিক
বর্ষে গোটা বিশ্বে ৩৫ হাজার কলেজ স্নাতককে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে৷
মার্চ ত্রৈমাসিকের শেষে সংস্থার কর্মী সংখ্যা ছিল ২ লক্ষ ৫৯ হাজার৷ জুন মাসের শেষে
সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার৷
এপ্রিল- জুন
ত্রৈমাসিকে উইপ্রো ১২ হাজার কর্মী নিয়োগ করেছে৷ চলতি অর্থবর্ষে আরও ৩০ হাজার নতুন
চাকরির সুযোগ তৈরি হবে এই সংস্থায়৷বর্তমান বাজারের অবস্থা এবং অর্থনৈতিক
পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি বিপুল সংখ্যক কর্মী
নিয়োগের বিষয়ে আশাবাদী৷
টিসিএস (TCS)
এ আবেদনের জন্য- ক্লিক করুন
উইপ্রো (Wipro) এ আবেদনের জন্য- ক্লিক করুন
ইনফোসিস (Infosys) এ আবেদনের জন্য- ক্লিক করুন
0 Comments