'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পে কীভাবে আবেদন পদ্ধতি

 

'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পে কীভাবে আবেদন করবেন?

রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে ভোটের আগেই 'লক্ষ্মীর ভান্ডার'-এর ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃতীয় বার ক্ষমতায় আসার পরই তা নিয়ে তৎপরতা শুরু করেছিলেন মমতা। আর সেই সূত্রেই এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বাংলার মহিলারা 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন ১ সেপ্টেম্বর থেকেই। মুখ্যমন্ত্রী জানান, ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর চলবে 'দুয়ারে সরকার', এখানে দরখাস্ত নিয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত হবে। এই শিবিরে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী,কন্যাশ্রী, রূপশ্রী সব প্রকল্পের জন্যই নাম নথিভুক্ত করা হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, '১৬ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর দুয়ারে সরকার হবে। সেখানে আবেদন করতে হবে। স্বাস্থ্য সাথী কার্ড সাথে নিয়ে যাবেন। পাশাপাশি একটা আবেদন পত্রও নিয়ে যাবেন (লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য)।

  • Ø যারা স্থায়ী চাকরি করেন তারা ছাড়া সবাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
  • Ø ৬০ বছর পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবেন।
  • Ø যে যখন‌ই আবেদন করুক না কেন, টাকা পাবেন ১ সেপ্টেম্বর থেকেই।
  • Ø ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সব মহিলাই পাবেন।'

আজকের ঘোষণার পর স্পষ্ট, প্রস্তাবিত 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প দ্রুত রূপায়িত হতে চলেছে। আর ওই প্রকল্পের কাজে গতি আনতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমস্ত জেলা শাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

একজন মহিলাও যেন এই প্রকল্পের আওতা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে বলেছে নবান্ন। এ জন্য প্রচার পত্র তৈরি করে বিলি করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রাথমিক সমীক্ষা বলছে, প্রায় ১ কোটি ৬৯ লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে এক হাজার, এবং সাধারণ শ্রেণীর মহিলারা মাসে ৫০০ টাকা করে সাহায্য পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রূপায়নের জন্য চলতি আর্থিক বছরের বাজেটে ১১ হাজার কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য সরকার।

Download Official notice + Application Form Pdf- Click here









Post a Comment

0 Comments