আজকে এই পোষ্টে আমরা “দুয়ারে ত্রাণ” বা
“Duare Tran Scheme” নিয়ে আলোচনা করবো।
(১) কিভাবে আবেদন করবেন?
(২) কত টাকা পাবেন ?
(৩) কোথায় আবেদন পত্র জমা দেবেন?
রাজ্যে ইয়াশের জেরে অনেক
ক্ষতি করেছে। তাই রাজ্য সরকার এই সাইক্লোনের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে। কোন
দপ্তের কত ক্ষতিপূরণ তা আজকের এই পোষ্টে আলোচনা করা হবে।
Duare Tran
Scheme:- এই নতুন স্কিমটি বা প্রকল্পটি আনা হয়েছে রাজ্যবাসীদের ইয়াস সাইক্লোনের
ক্ষতিপূরণ দেবার জন্য। এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অর্থ বরাদ্দ করেছে রাজ্য
সরকার। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট দপ্তরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা
হয়েছে।এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে
।
জুন মাসে শুরু হবে এই “Duare Tran” প্রকল্প। এই প্রকল্পের জন্য সরাসরি
আপনার বাড়ি থেকে আবেদন করা যাবে । নীচে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া হয়েছে।
আবেদনের জন্য আপনার ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে দুয়ারে ত্রাণ শিবির বসবে। সেখানে
সরাসরি লিখে আবেদন জানাতে হবে।
ফর্ম ডাউনলোড করার জন্য ক্লিক করুন
কোন কোন দিনে কি কি কাজ করা হবে
Date |
Agenda |
June- 3
to 18 |
Submit
application (আবেদন জমা করতে হব) |
June –
19 to 30 |
Review
and Scrutiny (আবেদন পত্র ক্ষতিয়ে দেখা হবে) |
July –
1 to 7 |
Amount
Credited to beneficiary bank account directly. (ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাংকে
টাকা দেওয়া হবে) |
কোন কোন ক্ষেত্রে কত করে অর্থ দেওয়া হবে
Item |
Amount |
1.পুরোপুরিভাবে ভেঙে পড়া বাড়ি ঠিক করতে
ক্ষতিগ্রস্তদের |
RS 20,0000/- |
2.আংশিক
ক্ষতিগ্রস্তদের |
RS
5,000/- |
3.শস্য নষ্ট হবার জন্য |
RS1,000/{MINIMUM}, 2,500 MAXIMUM |
4.মহিষ
কিংবা গরুর মৃত্যুর ক্ষতিপূরণের জন্য |
RS
30,0000 |
5.ছাগল ভেড়া মারা গেলে বা ভেসে গেলে |
RS 3,000 |
6.বাছুরের
জন্য |
RS
1,600 |
7.পানচাষীদের ক্ষতিপূরণের |
RS 5,000 |
8.মৎস্যজীবীদের
পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত নৌকা মেরামতি করতে |
RS
5,000 |
9.আংশিক ক্ষতিগ্রস্ত নৌকা ঠিক করতে |
RS 500 |
10.জাল
কেনা বাবদ |
RS
2,600 |
11.তাঁতিদের ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে {সরঞ্জাম
মেরামত যন্ত্রপাতি কেনার জন্য} |
RS 4,100 |
12.গুদাম
ক্ষতিগ্রস্ত |
RS
10,000 |
0 Comments