রাজ্যে লকডাউন | Lockdown in West Bengal

করোনা রুখতে ২ সপ্তাহের লকডাউন রাজ্যে

করোনা মোকাবিলায় দু'সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা রাজ্য সরকারের।

মুখ্যসচিবের ঘোষণা:

১। ১৫ দিনের জন্য সকল স্কুল, কলেজ, পলিটেকনিক, আইটিআই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২। সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি পরিষেবা, আদালত, টেলিকম পরিষেবা, সংবাদমাধ্যমের অফিস, স্যনেটাইজেশন বিভাগ, বিদ্যুৎ পরিষেবা, ইন্টারনেট, পানীয় জল পরিষেবা চালু থাকবে।

৩। জিম, রেস্টুরেন্ট, শপিং মল, সুইমিং পুল, বিউটি পার্লার বন্ধ থাকবে।

৪। মুদিখানার দোকান, দুধের দোকান, সবজি বাজার, মাংসের দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।

৫। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান।

৬। ওষুধের দোকান ও চশমার দোকান সাধারণ নিয়মে খোলা থাকবে।

৭। পার্ক, চিড়িয়াখান বন্ধ থাকবে। তবে, রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

৮। রাজ্যের মধ্য়ে ট্রেন, মেট্রো, বাস পরিষেবা বন্ধ থাকবে (জরুরি পরিষেবা ব্যাতীত)। বন্ধ থাকবে ব্যক্তিগত গাড়ি চলাচল। 

৯। সমস্ত রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষাগত জমায়েত নিষিদ্ধ।

১০। চা-বাগানে প্রতি সিফটে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। জুট মিলে প্রতি সিফটে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।

১১। সমস্ত পণ্যের হোম ডেলিভারি, ই-কমার্স চালু থাকবে।

১২। ব্যাংক ও এটিএম সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত চালু থাকবে।

১৩। পেট্রোল পাম্প, অটো রিপেয়ারিংয়ের দোকান খোলা থাকবে।

১৪। বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে ৫০ জনের বেশি লোক নয়। সৎকারে ২০ জনের বেশি লোক নয়।

১৫। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত সমস্ত আউটডোর মুভমেন্ট (জরুরি পরিষেবা ব্যাতীত) বন্ধ থাকবে।  

Download Lockdown Official Notice- Click here







Post a Comment

0 Comments